Site icon Jamuna Television

আবারও রাশিয়ার হামলা থেকে বাঁচলেন জেলেনস্কি!

ছবি: সংগৃহীত

আরও একবার রুশ হামলার হাত থেকে বাঁচলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রাশিয়ার বিশেষ দল জেলেনস্কিকে হত্যা করার চেষ্টা করেছে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর কিভ পোস্টের।

সোমবার কিভ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিশেষ দলের নেতৃত্বে ২৫ জনের একটি সামরিক বাহিনীর দলকে স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে আটক করেন কিভ কর্তৃপক্ষ। জেলেনস্কিকে হত্যা করাই এই বাহিনীর মূল লক্ষ্য ছিল বলেও জানা গিয়েছে।

তবে এই ঘটনার নেপথ্যে পুতিনের বিশেষ সামরিক বাহিনী ওয়াগনার গোষ্ঠীর হাত আছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেন কর্তৃপক্ষ। ওয়াগনার গোষ্ঠী বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে খুন, ধর্ষণসহ একাধিক অপরাধ ঘটানোর অভিযোগ রয়েছে। যদিও ক্রেমলিন এই দলের অস্তিত্বের কথা অস্বীকার করেছে।

একটি টুইটে বলা হয়েছে, ‘জেলেনস্কির প্রাণনাশের আর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিশেষ সামরিক দলের ২৫ জন সদস্যকে স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে বন্দি করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করা।’

গত মাসের ২৪ ফেব্রুয়ারিও জেলেনস্কিকে হত্যা করার উদ্দেশে একটি হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেন দাবি করেছিল।
আরও পড়ুন: কিয়েভকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী
ইউএইচ/

Exit mobile version