Site icon Jamuna Television

কিংসমেড টেস্টের আগে টাইগারদের নিয়ে যা বললেন অ্যালান ডোনাল্ড

বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

কিংসমেডের উইকেট মুশফিক, তাসকিনদের কাছে অপরিচিত হলেও দলের একজনের কাছে এই উইকেট খুব পরিচিত। এইতো কদিন আগেই এখানে হওয়া ম‍্যাচে যুক্ত ছিলেন তিনি। সেই ব‍্যক্তি টাইগারদের নয়া পেস বোলিং কোচ ডোনাল্ড। বাংলাদেশের ডেরায় যোগ দিয়ে প্রথমবার গণমাধ‍্যমের মুখোমুখি হয়েছেন তিনি।

অ‍্যালান ডোনাল্ড বলেন, ৯০ এর দশকে এটা দক্ষিণ আফ্রিকা তো বটেই পৃথিবীর সবচেয়ে কুইকেস্ট উইকেট ছিলো কিংসমেড। ম‍্যালকম মার্শ, শন পোলকরা এখানে গতির ঝড় তুলতেন নিয়মিত। তবে এখন পরিস্থিতি আলাদা। পেসারদের উইকেট পেতে অনেক কষ্ট করতে হয়। ব‍্যাটিং উইকেট হবে এখানে। সেই সাথে স্পিনারাও বাড়তি সহায়তা পাবে। দক্ষিণ আফ্রিকাও তিন স্পিনার খেলায় এখানে।

প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ শিবিরে কাজ করছেন ডোনাল্ড। এ সময়ে টাইগার পেসারদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন অ্যালান। লাল সবুজের ডেরায় কাজ করে অবাক হয়েছেন এই প্রোটিয়া। কিন্তু কেন? উত্তরে অ‍্যালান ডোনাল্ড বললেন, কাছ থেকে বাংলাদেশি বোলারদের দেখে অবাক হয়েছি। তাসকিন শরিফুল, খালেদদের খেলা নিয়ে চিন্তা, শেখার আগ্রহ আমাকে মোহিত করেছে। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দারুণভাবে মানিয়ে নিয়েছে তারা। সবচেয় বড় কথা দলের পরিকল্পনার বাস্তবায়ন করেছে।

গত মাসেও দক্ষিণ আফ্রিকায় চলমান ঘরো লিগে কোচের ভূমিকায় ছিলেন ডোনাল্ড। তাইতো প্রোটিয়াদের বর্তমান দলটি সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন অ্যালান। রাবাদারা আইপিএলে যাওয়ায় স্বাগতিকদের শক্তি কমলেও টাইগারদের জন্য হুমকির কারণ কে হবেন তাও জানিয়েছেন অ‍্যালান। বলেন, রাবাদা, নকিয়া, এনগিডিদের ছাড়া দক্ষিণ আফ্রিকার কষ্ট হবে। তবে নতুন পেসাররাও ভালো, বিশেষ করে ডোয়াই উলেফি চিন্তার কারণ হতে পারে। কারণ দারুণ গতিতে লম্বা সময় ধরে বোলিং করতে পারে সে।

/এসএইচ

Exit mobile version