Site icon Jamuna Television

‘পেপসি ভেবে বিষ পানে শিশুর মৃত্যু’

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি:


পেপসি ভেবে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু হাসানুর (৮)। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামে। মারা যাওয়া হাসানুর জোয়ার্দ্দার ব্রক্ষ্মপুর গ্রামের নিপুল জোয়ার্দ্দারের ছেলে। সে ব্রক্ষ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

হাসানুরের খালা সালমা খাতুন জানান, গত বৃহস্পতিবার সন্ধায় হাসানুরের বাবা নিপুল শেখ মাগরিবের নামাজ পড়ে বাজার থেকে কোমল পানীয় পেপসির বোতলে ঘাস মারার বিষ কিনে এনে বারান্দার একপাশে রেখে গরুর খাবার দিতে গোয়ালে যান। বোন মুসলিমাকে ভাগ দিতে হবে তাই একটু বেশি খাবার আশায় গোপনে পেপসির বোতলে রাখা বিষ পেপসি ভেবে হাসানুর পান করে। খাওয়ার পর মুখের মধ্যে অন্যরকম লাগলে সাথে সাথে সে তার বাবার কাছে দৌড়ে যায়।

ঘটনা শুনে হাসানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিপুল জোয়ার্দ্দার। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) দুপুরে হাসানুর মারা যায়।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হাসানুরের মৃত্যু সংবাদটি থানায় জানানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version