Site icon Jamuna Television

মিরপুরের যেসব রাস্তা এড়িয়ে চলবেন আজ

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ রাজধানীর মিরপুরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানানো হয়ে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের যোগ দেয়ার কথা রয়েছে। ফলে বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং ও ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

এদিকে, কনসার্টে অংশ নিতে সোমবার ঢাকায় পৌঁছেছেন ভারতীয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী এ আর রহমান। অনুষ্ঠান উপলক্ষে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version