Site icon Jamuna Television

উইল স্মিথকে ‘লক আপ’-এ চান কঙ্গনা

ছবি: সংগৃহীত

এবারের অস্কারে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত একটি চড়। অস্কারের মঞ্চে উইল স্মিথের থাপ্পড় এখন পুরো বিশ্বে চর্চা চলছে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনাও। বললেন, উইল স্মিথকে তার রিয়্যালিটি শো ‘লক আপ’-এ চান তিনি।

অস্কারের ঘটনায় উইল স্মিথের পক্ষ নিয়েছেন কঙ্গনা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছেন, ‘স্মিথের জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। কেউ যদি আমার মা কিংবা বোনের অসুস্থতা নিয়ে রসিকতা করতো, তাহলে আমিও তাকে কশে থাপ্পড় মারতাম।’

সেই পোস্টে হলিউড অভিনেতাকে নিজের রিয়েলিটি শো ‘লক আপ’-এ আনার ইচ্ছা প্রকাশ করে কঙ্গনা লিখেছেন, ‘আশা করছি এরপর তিনি আমার লকআপে আসবেন।’

শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই ‘কুরুচিকর’ কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক।

ইউএইচ/

Exit mobile version