Site icon Jamuna Television

‘পুতিনই হবে বিশ্বের শাসক’, বলেছিলেন ৯/১১ এর পূর্বাভাস দানকারী সেই অন্ধ নারী

ছবি: সংগৃহীত।

৯/১১ এর হামলা নিয়ে বহু আগে ভবিষ্যদ্বাণী করা এক অন্ধ নারীর কথা নিশ্চই জানেন অনেকে। তিনি বুলগেরিয়ার অন্ধ সাধিকা ভাঙ্গেলিয়া পানডেভা গুশতেরোভা। ভাঙ্গা নামেই পরিচিত বেশি। ১৯৯৬ সালে তিনি মারা যান। তবে তার আগে যেসব ভবিষ্যদ্বাণী করে গেছেন তার মধ্যে ৯/১১ ছাড়াও আছে পুতিনের পৃথিবী শাসনের পূর্বাভাসও। খবর হিন্দুস্তান টাইমসের।

১৯৮৯ সালে ভাঙ্গা পূর্বাভাস দিয়েছিলেন ৯/১১-র ঘটনা নিয়ে। এ নিয়ে তিনি বলেছিলেন, আমেরিকার বুকে ছিটকে পড়বে ধাতব পাখি। এতে ধ্বংস হবে বিরাট ইমারত। ওই সময় তার কথায় কেউ বিশ্বাস না করলেও ঘটনা ঘটার পর সকলেই হতভম্ব হয়ে যান। এই অন্ধ নারীর করা আরও ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা শুরু হয় তখন থেকেই।

পুতিনের জীবনীর লেখক ভ্যালেনতিন সিদোরভ সম্প্রতি জানিয়েছেন, ১৯৭৯ সালে তার সঙ্গে ভাঙ্গার দেখা হয়। ভাঙ্গা তখন তাকে বলেছিলেন, সব কিছু গলে পানি হয়ে যাবে। শুধু রাশিয়া টিকে থাকবে। আর টিকে থাকবে পুতিনের ক্ষমতা। কেউ আটকাতে পারবে না রাশিয়াকে।

এছাড়া আরও ভয়ঙ্কার প্রাকৃতিক দুর্যোগ এবং প্রকৃতির কারণে মানুষের ধ্বংস হওয়ার পূ্র্বাভাসও দিয়েছেন ভাঙ্গা। যার আভাস এরইমধ্যে পেতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

এসজেড/

Exit mobile version