Site icon Jamuna Television

মঙ্গোলিয়ার বিরুদ্ধে অলআউট ফুটবলের ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ মার্চ) সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয়ের জন্য অলআউট ফুটবল খেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, প্রতিপক্ষ মঙ্গোলিয়া ম্যাচটিকে দেখছে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে। প্রীতি ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়।

২১ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুই দল। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মঙ্গোলিয়া। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আর ফিরতি লেগের খেলাটি ড্র হয়েছিল ২-২ গোলে। নিজেদের সবশেষ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে দুই দলেরই। লাওসের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া। আর মালদ্বীপের কাছে বাংলাদেশের হার ২-০ ব্যবধানে।

আরও পড়ুন: ‘মেসিকে বার্সায় ফেরানোর ব্যাপারে ভাবছি না’

এম ই/

Exit mobile version