Site icon Jamuna Television

রাজধানীর সবুজবাগে তানিয়া হত্যার ঘটনায় গ্রেফতার ৩

ফাইল ছবি

রাজধানীর সবুজবাগ এলাকায় তানিয়া আফরোজ (৩৪) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় এসি টেকনিশিয়ানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে পুলিশ কর্মকর্তা আহাদ হোসেন বলেন, তারা মূলত এসি মেরামতের আড়ালে লুট করতে ওই বাসায় যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। পরে বাপ্পী চাপাতি দিয়ে তানিয়াকে হত্যা করে। দুই বাচ্চার মুখ টেপ দিয়ে আটকে দেয়। আসামিরা ৩-৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, তাদের মূল উদ্দেশ্য ছিল ডাকাতি। তিন আসামির একজনকে সোমবার (২৮ মার্চ) ও বাকি দুজনকে মঙ্গলবার (২৯ মার্চ) গ্রেফতার করে পুলিশ। সোমবার গ্রেফতারকৃতকে আদালতে নেয়া হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এসএইচ

Exit mobile version