Site icon Jamuna Television

আর্সেনালের কোচ হওয়ার খবরটি মিথ্যা: তিতে

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ হওয়ার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ব্রাজিলের এই ৬০ বছর বয়সী কোচ।

চিলির বিপক্ষে সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ধারাভাষ্যকার দাবি করেন, কাতার বিশ্বকাপের পর নর্থ লন্ডনের জনপ্রিয় ক্লাব আর্সেনালের কোচ হওয়ার জন্য আলাপ চালিয়ে যাচ্ছেন তিতে। এ নিয়ে ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এডু গাসপারের সাথে আলোচনাও চলছে এই ব্রাজিলিয়ান কোচের। ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী গ্লোবো টিভিতে এমন দাবি করা হয়।

তবে এ ধরনের সংবাদকে ভিত্তিহীন ও দুঃখজনক বলেছেন তিতে। তিনি বলেন, দুঃখিত আর্সেনাল, দুঃখিত আর্টেটা। এটা সম্পূর্ণ মিথ্যা একটা খবর। আমার পরিবারও এটা শুনে শান্তি পাবে যে, এর কোনো ভিত্তি নেই।

আরও পড়ুন: ‘আগের মতো ভালো না খেললেও রোনালদো একইরকম বিরক্তিকর’

এম ই/

Exit mobile version