Site icon Jamuna Television

ফরোয়ার্ডদের ব্যর্থতায় মঙ্গোলিয়াকে হারাতে পারলো না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দুর্ভাগ্য ও ফরোয়ার্ডদের ব্যর্থতায় মঙ্গোলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। মধ্য এশিয়ার দেশটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা।

সিলেটের এই ম্যাচে মালদ্বীপে বিরুদ্ধে পরাজিত হওয়ার একাদশে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ছোট পাসের কৌশলে বেশ ভাল শুরু করে জামাল-রেজারা। শুরুতে বাঁ পাশ দিয়ে উঠা রাকিবের ক্রস মঙ্গোলিয়া গোলরক্ষকের হাতে না লাগলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ।

৪১ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন স্ট্রাইকার সুমন রেজা। দ্বিতীয়ার্ধে সুমন রেজার বদলী হিসেবে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনকে মাঠে নামান কোচ ক্যাবরেরা। আক্রমণের ধার বাড়লেও গোল পায়নি বাংলাদেশ। অবশেষে গোল মিসের মহড়ার খেসারত দিয়ে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: আর্সেনালের কোচ হওয়ার খবরটি মিথ্যা: তিতে

এম ই/

Exit mobile version