Site icon Jamuna Television

প্রধান শিক্ষককে চড় মারলেন স্কুল কমিটির সভাপতি

স্কুলের উন্নয়ন কাজ পরে করবেন, কিন্তু দিতে হবে অগ্রিম চেক। স্কুল পরিচালনা কমিটির সভাপতির এমন আবদারে রাজি হননি প্রধান শিক্ষক। তাতেই বিপত্তি। অকথ্য ভাষায় গালিগালাজের পর প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেন সভাপতি।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপারিয়া সাপকামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেছে প্রধান শিক্ষক মোনায়েত হোসেন। যদিও সভাপতি আব্দুস সালাম সব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধান শিক্ষক মোনায়েত হোসেন জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম, তার কক্ষে ঢুকে বিদ্যালয়ের সরঞ্জাম ও মেরামতের জন্য সরকারি বরাদ্দকৃত ৪০ হাজার করে টাকা দাবি করেন। স্কুলের টাকা কারো ব্যক্তিগত খরচের জন্য নয়, এমন কথা বলায় তার ওপর চড়াও হন সালাম। একপর্যায়ে চড়ও মারেন।

অভিযুক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম জানান, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে কোন টাকা-পয়সা চাইনি। কারো গায়ে হাত তুলিনি।

Exit mobile version