Site icon Jamuna Television

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারীকে বিষ প্রয়োগের অভিযোগ

ছবি: সংগৃহীত

পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাধীন রুশ এবং ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। আব্রামোভিচ এখন সুস্থ আছেন এবং যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুতে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন আব্রামোভিচ। এর পরই তার শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। একাধিক লক্ষণ দেখা দেয় শরীরে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখ লাল হওয়া, মুখ ও হাতের চামড়া খসে যাওয়া এবং অবিরাম বেদনা।

রাশিয়ার কট্টরপন্থী যারা শান্তি আলোচনাকে বানচাল করতে চায় তারা সন্দেহজনক এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। রুশ আগ্রাসন ঠেকাতে যুদ্ধে অংশ নেন ইউক্রেনের সামরিক ও বেসামরিক লোকজন। এই যুদ্ধে পশ্চিমারা সরাসরি অংশ না নিলেও নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে দুর্বল করার পথ বেছে নিয়েছে তারা। যুদ্ধ ঠেকাতে অনেক দেশ উদ্যোগ নিলেও এখনো রুশ আগ্রাসন বন্ধ হয়নি। শান্তি আলোচনা বারবার ব্যর্থ হয়েছে।

/এনএএস

Exit mobile version