Site icon Jamuna Television

রমজান সামনে রেখে আমিরাতে ৫৪০ বন্দীকে ক্ষমা

ছবি: সংগৃহীত

রমযান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৫৪০ জন বন্দীকে ক্ষমা করে দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন। সোমবার (২৮ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবার মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে প্রেসিডেন্ট বন্দীদের মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা যেমন নতুন জীবন ফিরে পাবে তেমনি তাদের পরিবারের কষ্টও লাঘব হবে।

অপরদিকে, চলতি বছর পবিত্র রমজান মাসে রোজাদারদের সেবায় ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

/এনএএস

Exit mobile version