Site icon Jamuna Television

‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ইইউভুক্ত ৪ দেশ থেকে রুশ দূতাবাস কর্মকর্তা বহিষ্কার

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস। ছবি: সংগৃহীত।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশে কূটনৈতিক হিসেবে কর্মরত রুশ নাগরিকদের বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) এমন খবর জানায় আল জাজিরা।

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কূটনীতিক হিসেবে স্বীকৃত ১৭ জন অভিযুক্ত রাশিয়ান গোয়েন্দা এজেন্টকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস ঘোষণা করেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে বেলজিয়াম ২১ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

আয়ারল্যান্ডও ঘোষণা করেছে যে তারা চার রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে। এছাড়া চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত রাশিয়ার দূতাবাসের একজন সদস্যকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে সেদেশের প্রশাসন।

আরও পড়ুন: রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থাকারীকে বিষ প্রয়োগের অভিযোগ

এক টুইট বার্তায় চেক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিত্রদের সাথে একজোট হয়ে আমরা ইইউতে রাশিয়ান গোয়েন্দাদের উপস্থিতি হ্রাস করছি।

জেডআই/

Exit mobile version