Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় লিলি কেমিক্যাল কোম্পানির টিনসেড কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ শ্রমিকরা হলেন- আকালু, সজিব, বায়জিদ, রোকন, খাদেম, রাসেল, মেহেদি ও রিপন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সোনারগাঁ জোনের উপ-সহকারী পরিচালক তানহার উল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া বারোটায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, কারখানাটি টিনসেড ঘরের। প্রবল ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা আট শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইউএইচ/

Exit mobile version