Site icon Jamuna Television

ইয়েমেনে রমজান মাসে অস্ত্রবিরতির ঘোষণা দিলো সৌদি

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে রমজান মাসে অস্ত্রবিরতির ঘোষণা দিলো সৌদি আরব। আজ বুধবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। খবর আলজাজিরার।

জাতিসংঘের আহ্বানে সাড়া দিতেই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি। স্থানীয় সময় ভোর ৬টা থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। এর মাঝে হোদেইদা বন্দরে ভিড়তে পারবে জ্বালানিবাহী জাহাজ।

গেল মাস থেকেই চারটি জাহাজ আটকা এই পোর্টে। এছাড়া সানা বিমানবন্দর থেকে উড়ার সুযোগ পাবে বাণিজ্যিক ফ্লাইট। এয়ারপোর্টটি ২০১৫ সাল থেকেই জনসাধারণের জন্য বন্ধ।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অস্ত্রবিরতির ঘোষণা দেয় হুতিরা। সৌদি জোট এবং হুতি বিদ্রোহীদের সাথে পৃথকভাবে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। যুদ্ধের ইতি টানাই এর মূল লক্ষ্য।

ইউএইচ/

Exit mobile version