Site icon Jamuna Television

বিনা শুল্কে বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিমসটেক নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

২০০৪ সালে স্বাক্ষরিত ‘বিনা শুল্কে বাণিজ্য’ চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারস্পারিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সংগঠনভুক্ত সব দেশই লাভবান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীলংকার কলোম্বোয় অনুষ্ঠিত ৫ম বিমসটেক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের পাঁচভাগের এক ভাগ মানুষ বাস করে বিসমটেকভুক্ত দেশগুলোতে। তাই শুধু বাণিজ্য নয়, বিদ্যুৎ আদান-প্রদানে ২০১৮ সালে যে চুক্তি হয়েছে, সেটিও বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন, করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে দিয়েছে। জ্বালানী তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। যে কারণে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলো সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে।

/এমএন

Exit mobile version