Site icon Jamuna Television

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের ৮ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএনের।

কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকি দু’জন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।

মঙ্গলবার এক শোক বার্তায় জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন। জাতিসংঘ মিশন বিধ্বস্তের কারণ এখনো চিহ্নিত করেনি। তদন্ত চলছে বলে তারা জানিয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে রমজান মাসে অস্ত্রবিরতির ঘোষণা দিলো সৌদি
ইউএইচ/

Exit mobile version