Site icon Jamuna Television

নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা

বিশ্বের সবচেয়ে বড় সাদা হীরা ‘দ্যা রক’ নিলামে উঠতে যাচ্ছে। আগামী মে মাসে সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নিলামে তোলা হবে হীরাটি। নিলাম সংস্থা ক্রিস্টিজের বরাতে এ তথ্য জানিয়েছে নিউজউইক।

প্রায় বিশ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ২২৮ ক্যারেটের হীরাটি পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, নিলামে এটির দাম উঠতে পারে প্রায় ২২৭ কোটি টাকা।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুড়ো আঙুলের মাপের হীরাটিকে শ্রেণিবদ্ধ করেছে জেমোলজাক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা (জিআইএ)। দ্যা রক এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরা, যেটিকে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করেছে জিআইএ।

/এমএন

Exit mobile version