Site icon Jamuna Television

ব্লগার অনন্ত হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

অনন্ত বিজয় দাশ। ছবি: সংগৃহীত

ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয় দাস হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের একটি আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

বুধবার (৩০) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল হোসেন, ফয়সাল আহমদ, মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন ও আবুল খায়ের রশীদ আহমদ ওরফে মামুনুর রশীদ। হত্যায় সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন সাফিউর রহমান ওরফে ফারাবী সাফিউর রহমান। এর মধ্যে তিন আসামি আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক রয়েছেন।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।
আরও পড়ুন: বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা খেলেন ভুয়া এসআই
ইউএইচ/

Exit mobile version