Site icon Jamuna Television

আবারও মোস্তাফিজের মুম্বাইকে হারালো সাকিবের হায়দ্রবাদ

বোলারদের দাপটে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই উঠে এলো সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ।

প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজ-বুমরাহদের বোলিং তোপে মাত্র ১১৮ রানে অল আউট হয়ে যায় সাকিবের দল। সর্বোচ্চ ২৯ করে রান করেন অধিনায়ক উইলিয়ামসন ও ইউসুফ পাঠান। উইলিয়ামসনের সাথে ভুল বোঝবুঝির কারণে রান আউটের ফাঁদে কাটা পরা সাকিব করেন মাত্র ২ রান। বল হাতে মুস্তাফিজ ১৮ রান খরচায় নেন ১ উইকেট।

জবাবে লো স্কোরিং ম্যাচ তাড়া করতে নেমে সাকিব -রশিদ খানদের বোলিং ঘুর্নিতে খেই হারায় রোহিত শর্মার দল। দলীয় ২১ রানে রোহিত শর্মাকে আউট করে টি-টোয়েন্টি ইতিহাসে ২য় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান আর ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কল ৩টি আর রশিদ খান ও বাশিল নেন ২টি করে উইকেট। সুরিয়া কুমার আর ক্রুনাল পান্ডেয়া ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোঠায় না পৌছতে পাড়ায় ৮৭ রানেই অল আউট হয় মুম্বাই।

 

Exit mobile version