Site icon Jamuna Television

প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় নিহত কলেজছাত্রী প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার। বুধবার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে প্রীতির পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পুলিশের জালে আছে বলেও জানান তথ্যমন্ত্রী। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করে ড. হাছান মাহমুদ জানান, কাউকেই ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত, রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি নিহত হন। এরমধ্যে জাহিদুল গাড়িতে ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে টিপুর গাড়িচালক আহত হয়েছেন। অন্যদিকে নিহত প্রীতি একটি রিকশায় ছিলেন। দুর্বৃত্তরা পালানোর সময় ছোড়া ফাঁকা গুলিতে সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

/এমএন

Exit mobile version