Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা হলেন-জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। আহত অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা জহিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরেই সকালে রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হয়েছেন।

/এনএএস

Exit mobile version