Site icon Jamuna Television

রাজবাড়ীতে গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সজিনা গাছ থেকে পড়ে শেখ সাদি (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস জানান, বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির একটি গাছ থেকে সজনে পাড়তে গাছে ওঠেন শিক্ষক শেখ সাদি। সে সময় ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: নেত্রকোণায় সালতি রেস্তোরাঁয় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা

পরে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফ‌রিদপুর নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

জেডআই/

Exit mobile version