Site icon Jamuna Television

ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের অনশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স পরীক্ষার ফল প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছে শিক্ষার্থীরা।

সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে সাতটি কলেজের প্রায় ২২ হাজার শিক্ষার্থী হতাশায় ভুগছেন। আট মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় কোনো ধরনের চাকরিতে আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা। শিগগির ফল প্রকাশ না হলে লাগাতার অনশনের মতো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version