Site icon Jamuna Television

‘পুতিনকে রুশ বাহিনীর পারফরমেন্সের ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে’

ছবি: সংগৃহীত

ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পারফরমেন্সের ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, ইউক্রেনে রুশ বাহিনী রীতিমতো পর্যুদস্ত হচ্ছে। তবে এসব তথ্য দেয়া হচ্ছে না পুতিনকে। সেই সাথে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রুশ অর্থনীতি কতোটা বিপর্যস্ত, সে সম্পর্কেও রুশ প্রেসিডেন্টকে ভুল বোঝানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের সেই কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা বিশ্বাস করি ইউক্রেনে রুশ বাহিনীর বাজে পারফরমেন্সের ব্যাপারে ভ্লাদিমির পুতিনকে সঠিক তথ্য জানানোর মতো সাহস নেই তার পরামর্শকদের। সেই সাথে, নানা বৈশ্বিক নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতির টালমাটাল অবস্থা সম্পর্কেও ভুল বোঝানো হচ্ছে পুতিনকে।

হোয়াইট হাউজের সেই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট অনুসারে এসব তথ্য জানিয়েছেন তিনি। পুতিন এসব ভুল তথ্য সম্পর্কে অবগত আছেন বলেও জানান সেই কর্মকর্তা। তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে, রুশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য সম্পর্কে কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন পুতিন। আর এতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বিভেদ সৃষ্টি হয়েছে পুতিনের।

আরও পড়ুন: শান্তি আলোচনার প্রতিজ্ঞা ভেঙে রাতভর গোলাবর্ষণ রাশিয়ার

এম ই/

Exit mobile version