Site icon Jamuna Television

চেচেন নেতা রমজানকে লেফটেন্যান্ট জেনারেলে পদোন্নতি দিলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেচেন নেতা রমজান কাদিরভ।

লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেন যুদ্ধে অবদান রাখায় তাকে এই পদোন্নতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৩০ মার্চ) এমন প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

গত ২৫ মার্চ চেচেন বাহিনী দাবি করে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবং সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করেছে।

তখন এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেছিলেন- চেচেন যোদ্ধারা রেডিওবার্তায় বলেছে, তারা মারিউপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের (রাশিয়া) পতাকা লাগিয়েছে।

পরে দেয়া এক ভিডিও বার্তায় কাদিরভ বলেন, মস্কো বাহিনী সম্পূর্ণভাবে শহরের পূর্ব অংশের আবাসিক এলাকাগুলি নিয়ন্ত্রণে নিয়েছে। তাছাড়া সৈন্যরা লেভোবেরেজনি জেলা প্রসিকিউটর অফিসের ভবনের উপর একটি পতাকা উত্তোলন করেছে যেটি সর্বশেষ মুক্ত করা হয়েছিল।

অবশ্য ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কাদিরভের এই দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন, কাদিরভের এই দাবির পক্ষে তার কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

আরও পড়ুন: ‘পুতিনকে রুশ বাহিনীর পারফরমেন্সের ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে’

রাশিয়ার চেচনিয়া অঞ্চলে রমজান কাদিরভের একচ্ছত্র আধিপত্য। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পরপরই ইউক্রেনের বিপক্ষে চেচেন যোদ্ধাদের নিয়ে রাশিয়ার হয়ে লড়ার ঘোষণা দেন কাদিরভ। একসময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়লেও এখন তাই রাশিয়ার পক্ষেই যুদ্ধ করছেন তারা।

জেডআই/

Exit mobile version