Site icon Jamuna Television

সাক্ষাতে নয়, ভিডিও কনফারেন্সে হবে রুশ-ইউক্রেনের পরবর্তী শান্তি আলোচনা

রুশ-ইউক্রেন পরবর্তী ধাপের শান্তি আলোচনা শুরু হবে শুক্রবার (১ এপ্রিল)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এবারের আলোচনা। খবর বিবিসির।

দুই দেশের নেতাদের বৈঠকের বিষয়ে প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের প্রতিনিধি দল। তবে তাতে রাজি হয়নি রাশিয়া। মস্কোর তরফ থেকে বলা হয়, খসড়া চুক্তির জন্য আরও আলোচনা দরকার।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় গত মঙ্গলবার (২৯ মার্চ) দেশটির আঙ্কারায় বৈঠক হয় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের। প্রথমবারের মতো কিছু অগ্রগতি দেখা যায় এ আলোচনায়। যদিও অঙ্গীকার ভেঙে চেরনিহিভসহ বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

/এমএন

Exit mobile version