Site icon Jamuna Television

ইউক্রেনে অনেক রুশ সেনা নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে: জিসিএইচকিউ

জিসিএইচকিউ এর প্রধান কার্যালয়। ছবি: রয়টার্স।

ইউক্রেন অভিযানে থাকা বেশ কিছু সংখ্যক রুশ সেনা নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে; এমন দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেড কোয়ার্টার (জিসিএইচকিউ)। খবর রয়টার্সের।

সংস্থাটির প্রধান জেরেমি ফ্লেমিং জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে অস্ত্র সংকটে আছে পুতিন বাহিনী। এমনকি ভুলবশত গুলি করে নিজস্ব এয়ারক্রাফট ভূপাতিত করেছে রুশ সেনারা।

ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রের আসল পরিস্থিতি বুঝতে পারছেন না দাবি করেন তিনি আরও বলেন, মস্কোর কর্মকর্তারা তাকে সত্যিটা জানাতে ভয় পাচ্ছেন। ইউক্রেনে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে রাশিয়া, এমন কথাও জানান।

/এমএন

Exit mobile version