Site icon Jamuna Television

রুশ মারণাস্ত্রে ১০০ মিটার উঁচু সুনামি!

ভয়ঙ্কর এক অস্ত্র তৈরি করেছে রাশিয়া। যা ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমা শক্তির। পারমানবিক শক্তি চালিত এক ড্রোন সাবমেরিন তৈরি করেছে মস্কো, যা পশ্চিমা বিশেষজ্ঞদের মতে পৃথিবীজুড়ে নারকীয় তাণ্ডবের সৃষ্টি করতে পারে। এই অস্ত্রকে বলা হচ্ছে ‘ডুমসডে মেশিন’।

বিশেষজ্ঞরা বলছেন, স্ট্যাটাস-৬ নামের এই ড্রোনটি একশ মেগাটনের পারমানবিক বোমা বহনে সক্ষম। তবে এতো বড় নয়, সাগরের তলে এই ড্রোন ব্যবহার করে ৫০ মেগাটনের বোমা ফাটালেই যে আলোড়ন হবে, তাতে ধাক্কা সামলানোই দায় হবে। বলা হচ্ছে এতে ১শ মিটার উচু সুনামি সৃষ্টি হবে, যা নিশ্চিহ্ন করে দবে উপকূলের প্রতিটি শহর।

গত মাসেই মস্কোতে এই ভাষণে এই মারণাস্ত্রের কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ড্রোনটি ৫৬ নটিক্যাল মাইল গতিতে ৬ হাজার ২শ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। বহন করতে পারে ‘আন্তমহাদেশীয়’ মিসাইল, যা আঘাত করতে পারে যুক্তরাষ্ট্রের যে কোন অঞ্চলে।

পদার্থবিজ্ঞানী ও পারমানবিক বোমা বিশেষজ্ঞ রেক্স রিচার্ডসনের মতে, শুধু সুনামিই নয়, পারমানবিক বোমার ফলে সাগরের পানি বৃষ্টি হয়ে ঝরবে উপকূলীয় শহরে, যাতে থাকা তেজস্ক্রীয় কণা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে।

Exit mobile version