Site icon Jamuna Television

‘ইউক্রেনে রাশিয়ার ১৭ হাজার সেনা নিহত’

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে রাশিয়ার কমপক্ষে ১৭ হাজার ৩০০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনা বাহিনী। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধে রাশিয়ার ৬০৫ টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর ১৩১ টি বিমান, ১৭২৩টি সেনাসদস্যবাহী গাড়ি, ৫৪ টি এন্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে।

ইউক্রেনের সেনবাহিনী দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫ টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১ টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার ৩০৫ টি গোলা, ৯৬ টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

/এনএএস

Exit mobile version