Site icon Jamuna Television

সম্রাট অসুস্থ, পিছিয়েছে চার্জ শুনানি

অসুস্থ থাকায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগার থেকে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে উপস্থিত করা হয়নি। বৃহস্পতিবার (৩১ মার্চ) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

সম্রাটের উপস্থিতে চার্জগঠন শুনানি করার জন্য বৃহস্পতিবার আদালত নতুন তারিখ ধার্য করেছেন। ধার্য তারিখ অনুযায়ী আগামী ১৩ এপ্রিল চার্জগঠন শুনানি হবে।

প্রসঙ্গত, সম্রাটের বিরুদ্ধে বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ এর নভেম্বরে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

/এমএন

Exit mobile version