Site icon Jamuna Television

ভুল করে নিজেদের বিমান ভূপাতিত করলো রুশ সেনা

ছবি: সংগৃহীত

রুশ সৈন্যরা দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইন্ডিপেন্ডেন্ট’র এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কখনও কখনও জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ মানতে অস্বীকার করেছে রুশ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেবেন জিসিএইচকিউ’র পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং। বক্তব্যটি জিসিএইচকিউ’র ওয়েবসাইটে আগেই প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, এটি স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ব্যাপকভাবে ভুল ধারণা করেছেন এবং রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কেও অতিরিক্ত অনুমান করেছেন।

এই বক্তৃতায় ফ্লেমিং আরও বলা বলেছেন, গত এক মাসে আমরা দেখেছি, অস্ত্র ও মনোবলের ঘাটতিতে থাকা রাশিয়ার সমারিক বাহিনীর সদস্যরা জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ পালন করতে অস্বীকার করছে, তাদের নিজেদের সামরিক সরঞ্জাম নষ্ট করছে এবং এমনকি দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব বিমান গুলি করে ভূপাতিত করেছে।

/এনএএস

Exit mobile version