Site icon Jamuna Television

রেললাইনের ধারে পাবজি খেলা, পুলিশের তাড়া খেয়ে প্রাণ গেলো যুবকের

ছবি: সংগৃহীত

পাবজির নেশা প্রাণ কাড়লো এক যুবকের। রেললাইনের ধারে বসেই চলছিল মোবাইলে পাবজি গেম খেলা। সেইসময় পুলিশ এসে তাড়া দেয়। আর পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের বিধাননগরে। মৃতের নাম পুষ্পেন্দু তরতরি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। দমদম ও বিধাননগর স্টেশনের মাঝে রেল লাইনের ধারে বসে ওই যুবক মোবাইলে পাবজি গেম খেলছিল বলে জানা যায়। খেলার সময় আচমকাই লেকটাউন থানার পুলিশ এসে তাড়া দেয়। তাড়া খেয়ে পালানোর সময়ই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের।

পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এমনকি পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট পাটকেল ছোড়া শুরু করে। স্থানীয়দের অভিযোগ, পুষ্পেন্দু ও আরও বেশ কয়েকজন যুবক রেললাইনে ধারে বসে গেম খেলছিল। ঠিক সেই সময় ২ জন সিভিল ড্রেসে ও ২ জন উর্দি পরিহিত, মোট ৪ জন পুলিশকর্মী এসে পুষ্পেন্দুদের কাছে জরিমানার টাকার দাবি করে। জরিমানা দিতে অস্বীকার করলে পুষ্পেন্দুদের ধরতে যায়।

পুষ্পেন্দুরা তখন পালানোর চেষ্টা করে। সেইসময়ই ওই লাইনে ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পুষ্পেন্দুর। রেললাইনের ওপরে কোনও ঘটনা ঘটলে তা রেল পুলিশের দেখার কথা। কারণ, রেললাইন রেলপুলিশের অধীনে। সেখানে লেকটাউন থানার পুলিশ এসে কীভাবে রেলপুলিশের এলাকায় জরিমানা করতে পারে? প্রশ্ন তুলেছেন তারা।

/এনএএস

Exit mobile version