Site icon Jamuna Television

আগ্রাসনের পূর্বাভাস দিতে না পারায় চাকরি হারালেন ফরাসি গোয়েন্দা প্রধান

ছবি: সংগৃহীত।

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। সেই থেকে ৩৬তম দিনের মতো চলছে সংঘাত। তবে এই আগ্রাসনের পূর্বাভাস দিতে না পারায় চাকরি খুইয়েছেন ফ্রান্সের সামরিক গোয়েন্দা প্রধান। বৃহস্পতিবার (৩১ মার্চ) এ তথ্য জানায় বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে; এ বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হন জেনারেল ইরিক ভিদাউ। এ কারণেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ পদে থেকেও অদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে, রাশিয়া যে ইউক্রেনে অভিযান শুরু করবে তা আগেই জানান মার্কিন গোয়েন্দারা।

আরও পড়ুন: ভুল করে নিজেদের বিমান ভূপাতিত করলো রুশ সেনা

এদিকে, চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে রাশিয়ার কমপক্ষে ১৭ হাজার ৩০০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনা বাহিনী। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধে রাশিয়ার ৬০৫টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

জেডআই/

Exit mobile version