Site icon Jamuna Television

এক চড়েই কপাল ঘুরেছে ক্রিস রকের, রাতারাতি টিকিটের দাম বাড়লো ৬০০ শতাংশ!

ক্রিস রক। ছবি: সংগৃহীত।

অস্কার মঞ্চে উইল স্মিথের হাতে চড় খাওয়ার পর থেকে গোটা বিশ্বের চোখ এখন ক্রিস রকের দিকে। জনপ্রিয় এই কৌতুকশিল্পীর চাহিদা এই ঘটনার পর এখন বেড়ে গেছে বহুগুণে। তাই এখন ক্রিস রকের কমেডি শোয়ের টিকিটের দাম বেড়েছে কয়েক শত শতাংশ। খবর ইউএস টুডের।

অস্কারের অনুষ্ঠানের পর ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামের একটি কমেডি শোয়ের আয়োজন করা হয়েছে। সেখানে ক্রিস রক বিশ্বের বিভিন্ন দেশে শো করবেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) এর প্রথম স্ট্যান্ড-আপ কমেডি শো’টি ছিল যুক্তরাষ্ট্রের বস্টনে। সেখানে উপস্থিত দর্শক ক্রিসকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানান।

জানা গেছে, এর আগে ক্রিস রকের শো দেখার জন্য টিকিটের দাম ছিল ৫১-৭১ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ হাজার ৪০০ থেকে ৬ হাজার ১০০ টাকার কাছাকাছি। তবে অস্কারের এই ঘটনার পর এখন তার শোয়ের জন্য টিকিটের দাম বেড়ে গেছে ৬৪১ শতাংশ!

বর্তমানে ক্রিস রকের শোয়ের সবচেয়ে সস্তা টিকিটই বিক্রি হচ্ছে ৩২২ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ হাজার ৭০০ টাকার কাছাকাছি। অন্যদিকে, সবচেয়ে প্রথম সারির টিকিট বিক্রি হচ্ছে ১ হাজার ৭০৫ ডলার যা, ১ লাখ ৪৬ হাজার টাকার সমান। এরপরও প্রায় সব টিকিট স্টক আউট হয়ে যাচ্ছে মুহূর্তেই।

অবশ্য, অস্কারকাণ্ডের পর প্রথম করা এই মঞ্চ শোয়ে ওই ঘটনা নিয়ে সেভাবে কিছুই বলেননি ক্রিস রক। বলেছেন, আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি। তবে অদ্ভুত অনুভূতিগুলো ছাড়া জীবন কিন্তু সুন্দর!

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) রাতে অস্কার পুরস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডাকে নিয়ে কৌতুক করছিলেন উপস্থাপক ক্রিস রক। জেডাকে জি-আই জেইন ছবির টাকমাথার চরিত্রের সাথে তুলনা করেন তিনি। এতে রেগে গিয়ে মঞ্চে উঠে যান উইল স্মিথ। সপাটে চড় বসিয়ে দেন ক্রিসের গালে।

অবশ্য এ ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। জানা গেছে, এ নিয়ে কোনো মামলাও করতে চাননি ক্রিস। তবে এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে অস্কারের আয়োজক কমিটি।

এসজেড/

Exit mobile version