Site icon Jamuna Television

নাটোরে পুলিশি বাধায় বিএনপি’র কর্মসূচি পণ্ড

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসুচি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। বুধবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি শুরু করে। এ সময় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়। বাধা পেয়ে নেতা-কর্মীরা সেখান থেকে সরে পড়েন।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, খবির উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক এ হাই তালুকদার ডালিম সহ দলীয় নেতৃবৃন্দ।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মানবন্ধনকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি’র নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে, কোন বাধা প্রয়োগ করা হয়নি।

Exit mobile version