Site icon Jamuna Television

উদ্ধার হয়েছেন লিবিয়াতে নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী

সাংবাদিক জাহিদুর রহমান (বামে), প্রকৌশলী সাইফুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত

উদ্ধার হয়েছেন লিবিয়াতে নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী

লিবিয়াতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও প্রকৌশলী সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। দুই-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উল্লেখ্য, অপহৃত হওয়া সাংবাদিক লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন বলে জানা গেছে। লিবিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।

/এসএইচ

Exit mobile version