Site icon Jamuna Television

রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো যমুনা টেলিভিশনকে

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আসর মাতানো দল যমুনা টেলিভিশনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হলো যমুনাকে।

ফাইনালের প্রথমার্ধে মুহুর্মুহু আক্রমণ করলেও চ্যানেল আইয়ের গোলবার ভেদ করতে পারেনি যমুনা। তবে দ্বিতীয় হাফে যমুনার আক্রমণের সুযোগ নিয়ে কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে দেয় চ্যানেল আই। ম্যাচ শেষে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কেবরেরা।

এর আগে সেমিফাইনালে বাংলাভিশনকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিলো যমুনা টিভি। আর চ্যানেল আই টাইব্রেকারে জিতে উঠেছিল ফাইনালে।

আসরে সবচেয়ে বেশি গোল করে যমুনা টেলিভিশন। মোট ১৫ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় দলটি। কোয়ার্টার ফাইনালে জাগো নিউজের জালে বল জড়ায় ৪ বার। এছাড়া গ্রুপপর্বে সমকালকে ৫ গোল দিয়েছিল টিম যমুনা।

জেডআই/

Exit mobile version