Site icon Jamuna Television

ডারবান টেস্টের প্রথম দিন: ২ সেশন দক্ষিণ আফ্রিকার, ১ সেশন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ডারবানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি ছিল মিশ্র। যেখানে আলোক স্বল্পতার কারণে খেলা হয়েছে মাত্র ৭৬ ওভার ৫ বল। অধিনায়ক ডিন এলগার আর টেম্বা বাভুমা হাফ সেঞ্চুরি করলেও, দিনশেষে ৪ উইকেটে ২৩৩ রান করেছে প্রোটিয়ারা।

বাংলাদেশের সময় অনুযায়ী নির্ধারিত সময় দুপুর ২টায় মাঠে নামে দুই দলের ক্রিকেটাররা। কিন্তু খেলা শুরু হয়নি। সাইডস্ক্রিন জটিলায় আধা ঘণ্টা পর শুরু হয় ম‍্যাচ।

উইকেট থেকে ফায়দা নিতে টস জিতে আগে বোলারদের হাতে বল তুলে দেন টাইগার দলপতি মুমিনুল হক। কিন্তু প্রথম সেশনে তাসকিন, এবাদত, খালেদরা হতাশ করেছে অধিনায়ককে। প্রোটিয়া দলপতি ডিন এলগার আর সরেল এরউয়ি কোনো ভুল না করে ৯৫ রান তুলে যান লাঞ্চ ব্রেকে।

খালেদের হাত ধরে দ্বিতীয় সেশনে প্রথম সাফ‍ল‍্য পায় বাংলাদেশ। ৬৭ করা এলগারকে লিটনের গ্লাভস বন্দি করান এই পেসার। এরপর আরেক ওপেনার সরেল মিরাজের স্পিনে ইনসাইড এজে বোল্ড হলে ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৪২তম ওভারের শেষ বলে কিগান পিটারসেনকে আউট করেছিলেন তাসকিন। কিন্তু আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউও নেয়নি অতিথিরা। পরে স্নিকো মিটারে দেখা যায় আউট হয়েছিলেন এই ডানহাতি। তবে জীবন পেয়েও বেশিক্ষণ স্থায়ী হননি কিগান। দুর্দান্ত রানআউটে তাকে ফেরান মেহেদী মিরাজ। ১৪৬ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৭৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।

কিন্তু তৃতীয় সেশনে আবারও ছন্দ হারায় অতিথিরা। যদিও অভিষিক্ত রায়ান রিকেল্টনকে এবাদত হোসেন ফেরান ২১ রানে। কিন্তু দিনের বাকি সময়টাতে আর সাফল‍্য পায়নি টাইগাররা। ফিফটি করা বাভুমা ভেরিয়েন্নেকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ার পর আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগে বন্ধ হয় যায় ম‍্যাচ।

১ম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৩৩/৪ (৭৬.৫ ওভার)- এলগার ৬৭, বাভুমা ৫৩*, আরউই ৪১, ভেরেইন্নে ২৭*

খালেদ ৪৯/১, মিরাজ ৫৭/১, এবাদত ৫৮/১

জেডআই/

Exit mobile version