Site icon Jamuna Television

চিকিৎসক বুলবুল খুনের মামলায় আসামিরা রিমান্ডে

রাজধানীর শেওড়াপাড়ায় চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলায় ৪ ছিনতাইকারীকে চারদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিএমএম আদালত পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

বুধবার দুপুরে ডিবি জানায় ডেন্টিস্ট বুলবুল আহমেদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোট ৫ জন ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমকে আঘাত করে।

মিরপুর বিভাগের ডিবির জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে মিরপুর ও সাভার থেকে গ্রেফতার করে আসামিদের। গ্রেফতারকৃতরা হলেন মো. রায়হান ওরফে সোহেল, মো. রাসেল হোসেন হাওলাদার, মো. আরিয়ান খান হৃদয় ও সোলায়মান।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ২৭ মার্চ ভোর সাড়ে ৫টায় রোকেয়া স্বরণীর নাভানা ফার্নিচারের পৌঁছায়। এসময় আসামিরা রিকশা থামিয়ে ছিনতাইয়ের সময় ছুরি দিয়ে ভিকটিমকে ডান হাঁটুর ওপর আঘাত করে। পরে ভিকটিমকে আল হেলাল হাসপাতাল ও তারপর সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে বলে ধারণা পুলিশের। যদিও খুন হওয়া বুলবুলের কোনকিছুই খোয়া যায়নি। নিহতের স্বজনরা বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ডা. বুলবুল মগবাজার ওয়ারল্যাস এলাকায় রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন। ডাক্তারি সেবার পাশাপাশি ঠিকাদারির সঙ্গেও জড়িত ছিলেন ডা. আহমেদ মাহী বুলবুল।

/এডব্লিউ

Exit mobile version