Site icon Jamuna Television

প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, কলম্বোতে কারফিউ

কারফিউ জারি হলো কলম্বোয়

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জারি হলো কারফিউ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় সংঘর্ষের পর প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করলে, পুলিশ দেয় কারফিউয়ের ঘোষনা দেয়। খবর আলজাজিরা।

জানা গেছে, ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্তে সরকারের প্রতি ক্ষুব্ধ জনগণ। প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবন ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এসময়, তার পদত্যাগ দাবির পাশাপাশি অগ্নিসংযোগও করেন বিক্ষোভকারীরা।

এদিকে, বিক্ষোভকারীদের দমাতে, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কান পুলিশ।

প্রসঙ্গত, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কা, তলানিতে বিদেশি মুদ্রার রিজার্ভ। এমনকি ওষুধ আর চিকিৎসা সরঞ্জামের অভাবে বন্ধ অস্ত্রোপচারও। কাগজের অভাবে স্কুলের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। দীর্ঘ লোডশেডিংয়ের পাশাপাশি বন্ধ সড়কবাতিও।

এ পরিস্থিতিতে, আগামী দু’দিনের মধ্যে ১৩ লাখের বেশি কর্মীকে বাড়ি থেকে দাফতরিক কাজ সারার নির্দেশ দিয়েছে সরকার।

/এসএইচ

Exit mobile version