বরগুনার বামনা উপজেলার একটি আলিম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগের নামে ঘুষের টাকা নিয়েও চাকরি প্রার্থীদের কাছে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপন করে নিকটাত্মীয়দের নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন শরীফ আবদুল্লাহ নামের এই অধ্যক্ষ। ঘুষ দিয়েও চাকরি অথবা টাকা ফেরতের জন্য তা দ্বারে ঘুরে হয়রান চাকরি প্রার্থীরা।
বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া আলিম মাদরাসায় ঘটেছে এ ঘটনা। যেখানে নিয়োগ দেয়া হবে দু’জন শিক্ষক, অফিস সহকারী কাম হিসাব সহকারীসহ ছয়টি শুন্যপদে। কিন্তু নিয়োগ কার্যক্রমে টাকা নেয়ার অভিযোগ উঠেছে শরীফ আবদুল্লাহর বিরুদ্ধে। এমনকি টাকা নেয়ার পর নিকট আত্মীয়কে নিয়োগেরও পায়তারা করছেন তিনি।
২০২০ সালের জানুয়ারিতে ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও, বিভিন্ন জটিলতায় তা স্থগিত হয়। পরবর্তীতে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করে মাদরাসা কর্তৃপক্ষ। তবে ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকরাও জানেন না বিষয়টি।
মাদরাসা কমিটি বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে, সাংবাদিকদের দেখে সটকে পড়েন অধ্যক্ষ। মুঠোফোনেও বিষয়টি এরিয়ে যান তিনি। এ নিয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এসজেড/
Leave a reply