Site icon Jamuna Television

প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়ানোর দাবি

মাসিক প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিবন্ধীরা।

শুক্রবার (১ এপ্রিল) সকালে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি পাওয়ায় উপস্থিতরা হতাশা প্রকাশ করেন।

এসময় তারা বলেন, শিক্ষিত প্রতিবন্ধীরা সরকারি ও বেসরকারি খাতে যোগ্যতা থাকলেও চাকরি পাচ্ছেন না। সেজন্য তারা কোটা ব্যবস্থা অনুসরণে আইনি অনুশাসন বাস্তবায়নের দাবি জানান।

জাতীয় সংসদে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্বের জন্য এক বা একাধিক এমপির কোটা সংরক্ষণেরও দাবি জানান তারা।

/এডব্লিউ

Exit mobile version