Site icon Jamuna Television

পরিবারের সন্ধান মিলছে না কুড়িয়ে পাওয়া প্রতিবন্ধী মেয়েটির

ঝিনাইদহ প্রতিনিধি:

গত এক মাস আগে উদ্ধার হওয়া একজন প্রতিবন্ধী নারীর বাড়ির সন্ধান মিলছে না। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার বাদালশো গ্রামে। কুড়িয়ে পাওয়া মেয়েটি শুধু পরানপুর নামের একটি জায়গার নাম বলতে পেরেছে এবং নিজের নাম সীমা বলে জানায় সে। সীমার বয়স আনুমানিক ২৩-২৪ বছর।

বাদালশো গ্রামের লিয়াকত খাঁ জানান, ১ মাস আগে তার স্ত্রী সন্ধ্যায় দেখতে পান একটি মেয়ে বাদালশো মাঠের মধ্যে বসে আছে। দীর্ঘক্ষণ সেখানে মেয়েটিকে বসে থাকতে দেখে তার স্ত্রী মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তাকে বাড়ি নিয়ে আসে। তারপর থেকে সে তার বড়িতেই অবস্থান করছে।

লিয়াকত খাঁ জানান, বাড়ির কথা জিজ্ঞাসা করলে পরানপুর নামের একটি জায়গার কথা বলে এবং নাম বলতে পারে। আর কিছু জিজ্ঞাসা করলে সে বলতে পারে না। মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান লিয়াকত খান। মেয়েটির কোনো খোঁজ পেলে ০১৭৪৩৭৩৩৮৮৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন তারা।

এ নিয়ে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন, মেয়েটি যে ব্যক্তির তত্বাবধানে আছে তিনি থানায় অবহিত করলে তারা মেয়েটির পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করবেন।

এসজেড/

Exit mobile version