আপাতত রমজানে ক্লাসের সময় কমানো হলো বলে জানালেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে পুরো রমজানে শ্রেণিকক্ষ কতদিন খোলা থাকবে, তা এখনই জানাননি তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এটি পরে জানানো হবে।
বাংলা একাডেমিতে ইতিহাসবিদদের সংগঠন আয়োজিত অনুষ্ঠান, ইতিহাস সম্মেলনে একথা বলেন দীপু মনি। এসময় তিনি বলেন, করোনায় ২ বছরে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে রোজায় ক্লাশ নিতে বাধ্য হচ্ছি। এখন ক্লাস না নিলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা বিপদে পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ১২ মাসের শিক্ষা কার্যক্রম ৯ মাসে নিয়ে আসার অংশ হিসেবেই এটি করা হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, সেক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের মধ্যে থাকি। তিনি বলেন, হয়তো একই সময় পর্যন্ত রমজানে ক্লাস চলবে।
/এডব্লিউ

