Site icon Jamuna Television

ফুলছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসা ছাত্র নিহত

ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকুর রহমান ওরফে ছোট মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আতিকুর রহমান ওরফে ছোট মিয়া ফুলছড়ি উপজেলার মধ্যে কঞ্চিপাড়া গ্রামের রাকু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় অধ্যায়নরত ছিল।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে আতিকুর বাজার করে বাইসাইকেল চালিয়ে হোসেনপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বালাসী সড়কের হোসেনপুর চৌরাস্তার সামনে আসলে পেছনের দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিকুরের।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মো. মমিনুর হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকসহ ট্রাকচালককে আটক করা হয়ছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

এসজেড/

Exit mobile version