রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

|

ছবি: প্রতীকী

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারে দুর্ঘটনায় মাইশা মমতাজ মীম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহমেদ জানান, খিলক্ষেত ফ্লাইওভার থেকে ৩০০ ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর মোটরসাইকেলটি পাওয়া যায়।

পুলিশ জানায় মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাসা উত্তরায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply