Site icon Jamuna Television

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ডিসেম্বরে তার করোনা শনাক্ত হয়। এসময় তিনি চার মাস ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। হাসান বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে আবৃত্তি করার পাশাপাশি সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version