জ্বালানি সংকট মোকাবেলায় নিজস্ব মজুদ থেকে দিনে ১০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেলের এ সরবরাহ আসবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) হোয়াইট হাউস থেকে মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় রির্জাভ থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেয়া হলো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নেয়া হলো এই পদক্ষেপ। সিদ্ধান্তটি আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে বলেও জানান তিনি। প্রত্যাশা করেন, এর ফলে বছরের শেষ নাগাদ তেল উত্তোলন এবং সরবরাহ স্বাভাবিক হবে। জরুরি অবস্থার জন্যেও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি রয়েছেন বলে ঘোষণা করেন তিনি। এ সময় তিনি মিত্র দেশগুলোকেও একই উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
ইউক্রেন ভূখণ্ডে রাশিয়া সামরিক অভিযান চালানোর পরই দেশটি থেকে জ্বালানি আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। যার প্রভাবে ঊর্ধ্বমুখী হয় জ্বালানি তেলের মূল্য, দরপতন ঘটে পুঁজিবাজারেও। সর্বোচ্চ ১৩৯ ডলারে বিক্রি হয় প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। এরপরই ফেব্রুয়ারি মাসেও যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ নিজ-নিজ রিজার্ভ থেকে ৬ কোটি ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দেয়। যার ফলে কিছুটা স্থিতিশীল হয় বাজার পরিস্থিতি।
/এডব্লিউ

